Doctor's Cupping Corner

চুল পড়ার সমস্যায় কাপিং কেমন কাজ করে?

চুল পড়ার সমস্যায় আমাদের চিকিৎসা খুবই কার্যকর। আমাদের যেসব রোগীরাই অন্তত ৩ টা সেশান নিয়েছেন তাদের মধ্যে ১০০% রোগীর চুল পড়ার সমস্যা সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ্‌। যাদের চুল কোনভাবেই পড়া বন্ধ হচ্ছে না, তাদের জন্য অবশ্যই আমাদের এই চিকিৎসা রিকমেন্ডেড। একজন রোগী ১৩ বছর ধরে চুল পড়ার সমস্যায় আক্রান্ত ছিলেন। বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিয়ে যখন হতাশ ছিলেন, আমাদের চিকিৎসা নিতে এসেছেন। এমন অবস্থায় ৩ সেশানের পরে সমস্যার সমাধান হয়েছে। নতুন চুলও গজিয়েছে আলহামদুলিল্লাহ।

চুল পড়ার রোগীদের অবস্থাঃ

চুল পড়ার বিভিন্ন চিকিৎসা এবং কাপিং কিভাবে কাজ করে এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। আলোচকঃ ডাঃ সাঈদ আল মনসুর (ইনাম) এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)

প্রশ্নোত্তর

  • চুল পড়ার সমস্যায় কতদিন চিকিৎসা নিতে হয়?

    কাপিং সেশান মাসে ১টা করে ১ থেকে ৩ টা সেশান পর্যন্ত নিতে হতে পারে। রোগীর অবস্থার উপরে সময় নির্ভর করবে।

  • সেশানগুলো কতদিন পর পর?

    প্রতিটা সেশানের মাঝে ৪ থেকে ৬ সপ্তাহ গ্যাপ থাকতে পারে। প্ল্যান নির্ভর করবে রোগীর অবস্থার উপর।

  • খরচ কত হয়?

    প্রতি সেশানের খরচ বেশিরভাগ ক্ষেত্রে ৩০০০টাকা আসবে। অনেক ক্ষেত্রে ৪০০০টাকা পর্যন্ত আসতে পারে। রোগীর অবস্থার উপর নির্ভর করে। সবচেয়ে ভালো হয় ১ম সেশানে ডিটক্সিফিকেশান সহ ৪০০০টাকায় ২০ কাপের সেশানটা করা। ২য় সেশান থেকে কমিয়ে আনা যেতে পারে।

  • সব মিলে সেশানের মোট খরচ কত হয়?

    এটা আসলে এভাবে বলা মুশকিল। কারো ক্ষেত্রে যদি ১ সেশানেই কাজ হয়ে যায় তাহলে ৩০০০ টাকার একটা সেশানেই হয়ে গেল। কিন্তু, যদি ২ সেশান লাগে? ৩ সেশান লাগে? মোদ্দা কথা এটা রোগীর অবস্থার উপর নির্ভর করে। সবার জন্য একই উত্তর হবে না। রোগী ভেদে উত্তর ভিন্ন ভিন্ন হবে।

  • সেশানের জন্য কত সময় লাগে?

    চুল পড়ার জন্য একটা সেশানের ক্ষেত্রে কন্সালটেশান ও কাপিং সেশান মিলিয়ে দেড় ঘণ্টার মত সময় লাগবে। কাপিং এর জন্য অবশ্যই বড় অংশটা বরাদ্ধ থাকে। তবে, কন্সালটেশানেও আমাদের ডাক্তাররা প্রচুর সময় দিয়ে থাকেন যেন রোগীর রোগের কারণটা ঠিকভাবে খুঁজে বের করা যায়।

  • মাথায় কাপিং এর জন্য চুল ফেলা লাগে?

    না। আমরা অত্যাধুনিক মেশিনের সাহায্যে বিশেষ টেকনিকের মাধ্যমে কাপিং করে থাকি। ফলে আমাদের এখানে কাপিং এর জন্য চুল ফেলার প্রয়োজন নাই। তবে, চুল পড়ার কাপিং এর ক্ষেত্রে চুল ফেলে আসা অবশ্যই রিকমেন্ডেড।

  • কাপিং এর সাথে ঔষধ লাগে?

    হ্যা। বেশিরভাগ ক্ষেত্রেই কাপিং এর সাথে ঔষধও লাগে কার্যকর চিকিৎসা করার জন্য।

  • মাথায় কয়টা কাপ লাগে?

    এর উত্তরটা রোগী ভেদে ভিন্ন ভিন্ন। অনেকের ক্ষেত্রে ৮টা লাগে। অনেকের ক্ষেত্রে ১২টাও লাগতে পারে। রোগীর রোগের অবস্থা, মাথার আকৃতি ইত্যাদির উপরে ডাক্তারের প্ল্যান নির্ভর করে।

  • মাথায় করা হলে সমস্যা হয় না?

    চুল পড়া ছাড়াও আরও অনেক রোগের জন্য মাথায় করা হয়। কিন্তু কখনোই আমরা মেজর কোন সমস্যা দেখি নাই কাপিং এর ক্ষেত্রে। আমাদের ডাক্তাররা এই ব্যাপারে যথেষ্ট সতর্ক এবং দক্ষতার সাথেই তা করে থাকেন। ছোটখাটো যা সমস্যা হয় তা আমাদের ডাক্তাররা সহজেই সমাধান করে ফেলতে পারেন।

  • শুধু মাথায় কাপিং করলে চুল পড়ার সমস্যা কমবে না?

    শুধু মাথায় কাপিং করে চুল পড়ার জন্য আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাই নাই। মাথার সাথে সাথে পিঠেও কাপিং করতে হয় চুল পড়া বন্ধ করার জন্য।

  • চুলপড়ার জন্য কাপিং করলে কি খুশকি থেকে মুক্তি মিলবে?

    হ্যা। চুল পড়ার জন্য কাপিং ও চিকিৎসার প্ল্যান এমনভাবেই করা হয় যেন খুশকিও সমাধান হয়ে যায়।

  • বংশগত চুল পড়াও বন্ধ হবে?

    হ্যাঁ, বংশগত সমস্যার জন্যেও চুল পড়লে তা বন্ধ হবে ইনশা আল্লাহ।

  • চুল গজানো সম্ভব?

    হ্যাঁ, কাপিং ও ঔষধের কম্বিনেশানে চুল গজানোও সম্ভব।

  • চুল গজাতে কত সময় লাগে?

    রোগীর অবস্থা অনুসারে উত্তর। ৬ মাস থেকে শুরু করে দেড়/দুই বছরও লাগতে পারে।

  • সবার চুল গজায়?

    যারাই আমাদের প্ল্যান অনুসারে চিকিৎসা গ্রহণ করেছেন তাদেরই চুল গজিয়েছে আলহামুলিল্লাহ।

  • সাধারনত চুল গজানোর চিকিৎসার ব্যর্থ হয় কেন?

    বেশিরভাগ ক্ষেত্রেই রোগীর ধৈর্য্য থাকে না শেষ পর্যন্ত চিকিৎসা চালিয়ে যাওয়ার। যেহেতু চুল খুব আস্তে গজায়। তাই দ্রুতই তারা মোটিভেশান হারিয়ে ফেলে। অনেক ক্ষেত্রে ১/২ সেশানেই বিশাল ফলাফল আসবে এমন আশা করে বসে থাকে। তারা বেশ হতাশ হয়ে যান। যদিও আমরা বলেই রাখি যে ৪ সেশানের আগে কিছুই বুঝা যাবে না। চুল গজাতে ৬ মাস সময় লাগবেই। তবুও তারা হতাশ হয়ে পড়েন।

Doctor's Cupping Corner